কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে এক লাখ পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বড়খালসংলগ্ন নাফ নদীতে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সাইয়্যদুল।
তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। লে. কমান্ডার সাইয়্যদুল বলেন, ভোরে টেকনাফের সাবরাংয়ের বড়খাল এলাকাসংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। একপর্যায়ে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে একটি বস্তাসহ এক ব্যক্তিকে সাঁতার কেটে আসতে দেখেন কোস্টগার্ডের সদস্যরা। এতে টর্চলাইটের আলো ফেললে বস্তাটি ছেড়ে দিয়ে ওই ব্যক্তি সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে পানিতে ভাসমান বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পলিথিন মোড়ানো অবস্থায় পাওয়া যায় এক লাখ ৫ হাজার ইয়াবা। উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. কমান্ডার সাইয়্যদুল।
এ জাতীয় আরো খবর..