রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ইরফানুল হক ওরফে ইরফান (২৮)। শনিবার (১৬ জানুয়ারি, ২০২১) বিকাল ৪.৩৫ টায় হাতিরঝিলের দিলু রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস নাগরিক খবরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানার দিলু রোড এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। তার বহনকৃত মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্স তল্লাশী করে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত ইরফান কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসে।এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।