রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ ৬ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।
মামলার এজাহারে বলা হয়, স্বামী আইয়ুব আলীর সঙ্গে দীর্ঘদিন ধরেই সাংসারিক বিরোধসহ মামলা চলছিল ভুক্তভোগী নারীর। গত ১২ জানুয়ারি মামলাসহ বিরোধ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য এক বন্ধুর মাধ্যমে রাজধানীর উত্তর গোড়ানে ভুক্তভোগী নারীকে এক বাসায় ডাকেন তার স্বামী। আলোচনা মনমতো না হওয়ায় ওই নারী চলে আসতে চাইলে স্বামীর সহায়তায় তাকে মেরে ফেলার হুমকি দিয়ে রুমের ভেতর আটকে রাখে। একপর্যায়ে ধর্ষণ করে স্বামীর ৫ বন্ধু। এ ঘটনায় স্বামীসহ ৬ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পুলিশ বলছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর তদন্ত চলছে।
ডিএমপির খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার আলী বলেন, স্বামীসহ আরো ৫ জনকে আসামি করা হয়েছে। আমরা ভুক্তভোগীর অভিযোগটা গুরুত্ব দিয়ে দেখছি। তার অভিযোগটাই প্রাধান্য দিয়ে তদন্ত করা হচ্ছে ।অভিযোগ তদন্তে বাড়ির মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..