1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার ঘাতক গ্রেফতার ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন কু‌মিল্লা সদর দ‌ক্ষিণে স্কুল ফেরার প‌থে শিশু‌কে ধর্ষণের পর হত্যা ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন

কু‌মিল্লাবাসী‌র প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা – বিদায়ী পু‌লিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম

এমইএস:
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৫২২ বার পঠিত

“তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিবো না

কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান আর ভাঙ্গিবনা।

আসসালামুআলাইকুম, সম্মানিত কুমিল্লাবাসী
গত ১৫ আগস্ট ২০১৮ দেশের অন্যতম বৃহত্তম ও প্রাগ্রসর জেলা কুমিল্লার পুলিশ সুপার হিসেবে যোগদান করি। জাতীয় ও স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, দমন ও নিয়ন্ত্রণে গতিশীল পুলিশিং, মাদক, জঙ্গিবাদ ও জন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং জোরদার করত: জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়েছি। কতটুকু সার্থক হয়েছে সে আপনাদের বিচার!

বৈশ্বিক মহামারি করোনাকালীন আমার রচিত ‘ভয়াল করোনা’ গান গেয়ে আমরা নগরবাসীকে সচেতন ও উজ্জ্বীবিত করেছি। ইতোমধ্যে ২৪ টি ফেইসবুক লিংক থেকে ইতোমধ্যে ১ কোটি ৯২ লক্ষ ২০ হাজার ৮৪১ ভিউজ, ২ লক্ষ ৫০ হাজার ২৩৬ লাইক এবং ১ লক্ষ ৮০ হাজার ৬২৯ টি শেয়ার হয়েছে।

জেলা পুলিশ সদস্যদের ১ দিনের বেতন দিয়ে দুই সহস্রাধিক পরিবারকে সহযোগিতা করা হয়।করোনাকালীন ১৮ টি থানায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ভ্রাম্যমান দোকান চালু করে মানুষকে সেবা দেয়া হয়।ধান কাটার মৌসুমে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ৯ জেলায় ১২ দফায় ১৩৮০ জন শ্রমিক প্রেরণ করা হয়।

করোনা যুদ্ধে প্রথম নিহত পুলিশ কনস্টেবল জসিমের দাফন কাফন সশরীরে উপস্থিত থেকে করার পাশাপাশি তার পরিবারের পাশে আমরা থেকেছি আপনজন হয়ে ফলে পুলিশ সদস্যরা পেয়েছে কর্মপ্রেরণা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে পুলিশ লাইন্সে নির্মাণ করি ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রশস্ত বিশিষ্ট মনোহরী বৈচিত্র্যের নৌকাসদৃশ বঙ্গবন্ধু মঞ্চ তরণী।অবকাঠামোগত সংস্কার ও আধুনিকাযন এর পাশাপাশি পুলিশের কল্যাণমুখী বহুমুখী কার্যক্রম ছিল আমার ধ্যান ও জ্ঞান ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে উজ্জীবিত থেকে জনতার সেবক হিসেবে সেবার সুমহান ব্রতে কাজ করতে পুলিশকে যে নির্দেশনা দিয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে কাজ করে যেতে আমি অঙ্গীকারবদ্ধ ।

সরকারি চাকরির স্বাভাবিক নিয়মের পরিক্রমায় আমি বদলী সূত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদানের উদ্দেশ্য কুমিল্লা ত্যাগ করছি। আমি নিঃসন্দেহে বলতে পারি কুমিল্লা আমার ভান্ডারকে হ্রদ্য, সমৃদ্ধ করেছে, করেছে চির কৃতজ্ঞতায় আবদ্ধ। বিদায় বেলায় কুমিল্লার মৃত্তিকা, মানুষ, প্রকৃতি সবকিছুই যেন পিছু ডেকে বলছে আমায়- “হাসি দিয়ে যদি ঢাকিলে তোমার, সারা জীবনের বেদনা; বিদায় বেলাও তবে হেসে যাও, ব্যথা পেয়ে আর কেদোনা!” কুমিল্লা আমাকে বিমোহিত করেছে, করেছে আলোকিত। কুমিল্লার যেকোন ইতিবাচক সংবাদে আমি আপনাদের সবার মতোই উচ্ছ্বসিত হবো, আর নেতিবাচক সংবাদে হব সমব্যাথী । কুমিল্লা আমার স্মৃতিতে সতত ভাস্বর হয়ে থাকবে। আপনাদের সবার প্রতি রইলো অসীম কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা । “তোমারে যা দিয়েছিনু, তা তোমারি দান  গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায় হে বন্ধু, বিদায় !

সংগৃ‌হিত

পু‌লিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বি‌পিএম বার পি‌পিএম

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com