রবিবার ২০ ডিসেম্বর রাত আনুমানিক দুইটা ৪০ মিনিটের সময় কুমিল্লা শহরের পুলিশ লাইন মোড়ে দুই যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়।পুলিশ লাইন গেইটে দায়িত্বরত পুলিশ সদস্য জানায়, দুই যুবক দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারের সাথে ধাক্কা লাগায় মারাত্বক আহত হয়। দুই এক মিনিটের মধ্যে আহত দুজনকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়। আহতদের মধ্যে তাৎক্ষনিক একজনের পরিচয় পাওয়া যায়, তার নাম শাহীন সে শুভপুর লাতু মিয়ার নাতি। এই পর্যন্ত খবর নিয়ে জানা যায়, আহত দুইজনের মধ্যে শাহীন মাথায় আঘাত পেয়ে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে।