জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার প্রতিবাদে ব্যবসায়ীরা দেশজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই’ আয়োজিত এ মানবনবন্ধনে সংগঠনটির সদস্যসহ ব্যবসায়ী, পেশাজীবী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
একই সময়ে দেশের সব মহানগর ও জেলা শহরগুলোতে একসঙ্গে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে এফবিসিসিআই’এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন চেম্বারের নেতা ও সদস্য অংশ নেন।
এ জাতীয় আরো খবর..