সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২ হাজার ২৯৩ জন রোগী শনাক্ত হয়েছে।
দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।