চিকিৎসক ছাড়াই চলতো ব্রাহ্মণবাড়িয়ার ‘অশ্রু’ মাদক নিরাময় কেন্দ্র নামে প্রতিষ্ঠানটি। ব্রাহ্মণবাড়িয়ায় ‘অশ্রু’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসা সেবা দেয়ার মতো কোনো ধরণের সুযোগ সুবিধা না থাকায় নিরাময় কেন্দ্রটি সিলগালা করে দেয়া হয়।
নিরাময় কেন্দ্রটি পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় অবস্থিত। কেন্দ্রটিতে থাকা ১৩ জন মাদকাসক্তকে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেয়া সহ বাকি ১৭ জনকে বৈধ কোনো হাসপাতালে ভর্তি করানোর জন্য নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস বলেন, ‘নিরাময় কেন্দ্রের কোনো ধরণের অনুমতি নেই। এখানে কোনো চিকিৎসকও পাওয়া যায় নি। সম্পূর্ণ অবৈধভাবে তারা প্রতিষ্ঠানটি চালাচ্ছিল। যার কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।’
এ জাতীয় আরো খবর..