চট্টগ্রাম জেলার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) পুলিশ সদর দফতরের এক আদেশে তাদের বদলি করা হয়। ওসি বদলি হওয়া চার থানা হলো-হাটহাজারী, ফটিকছড়ি, পটিয়া ও আনোয়ারা। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ সদর দফতর থেকে হাটহাজারী, ফটিকছড়ি, পটিয়া ও আনোয়ারা থানার ওসিদের বদলির আদেশ দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বদলি হওয়া চার ওসি হলেন- হাটহাজারী থানার ওসি মাসুদ আলম, ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার, পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন ও আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।
এ জাতীয় আরো খবর..