নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী ভ্যানচালককে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ভ্যান ও ভ্যানের চারটি ব্যাটারি। গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া উপজেলার হাতিয়ানদাহ আক্কাস আলীর ছেলে রিপন হোসেন ও শুকুর প্রামাণিকের ছেলে দুলাল প্রামাণিক।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সিংড়া উপজেলার হাতিয়ানদাহ এলাকার রিপন, দুলাল ও মামুন গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়ানদাহ বাজার থেকে মঠগ্রামে যাওয়ার জন্য শারীরিক প্রতিবন্ধী বিদ্যুতের ভ্যানে যাত্রীবেশী উঠে। এরপর রাত ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে ঘুড়িয়ে গাংগইল এলাকায় বিদ্যুতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার করে। পর ধানক্ষেতে লাশ ফেলে দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যায়। বুধবার (২১ অক্টেবর) সকালে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ সুপার বলেন, ছিনতাইয়ের পর অটোভ্যানের চারটি ব্যাটারি চয় হাজার ৪০০ টাকায় বিক্রি করে শহরের ভবানীগঞ্জ মোড়ের নূরে আলমের ভাঙারির দোকানে। পুলিশ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আলম ভাঙারির দোকান থেকে ভ্যানের ব্যাটারি উদ্ধার করে। এরপর শুক্রবার দুপুরে সদর উপজেলার ধরাইলে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি উদ্ধার করে পুলিশ।