অপূর্ব ২৫ নামে এক ছাত্রদল কর্মী খুন হয়েছেন।
দুর্বোত্তরা ৯ ই মার্চ রাত ১০.৩০ মিনিটে শহরের চাষাড়ায় বালুর মাঠ এলাকায় ছুরিঘাত করে খুন করে। আহত অবস্থায় শহরের ৩০০ শজ্জা বিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া অবস্থায় পথেই নিহত হন।
তবে পুলিশের দাবি অপূর্ব ছাত্রদলের কোন কর্মী নয়।
তর্কের জেদ ধরে তাকে ছুরিঘাত করা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন নিহত ব্যক্তি ছাত্রদলের কোন কর্মী না। সে
এক রেস্তরায় কাজ করত। মূলত গার্মেন্টস কর্মীর কথা কাটাকাটিতে একপর্যায়ে এ ঘটনা ঘটে। একজন আটক হয়েছেন