দেশের যেকোন প্রয়োজনে দ্বিতীয় সারির সৈনিক হিসেবে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসাবে আবির্ভুত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গত বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ায় বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ট্রেনিং একাডেমিতে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান।
সেনাপ্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ,শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে বহি:শত্রুর আক্রমন ঠেকাতেও বিএনসিসি সদস্যরা দ্বিতীয় সারির সৈনিক হিসেবে অংশগ্রহন করবে। তিনি বলেন এ বছরের ৫ আগষ্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রনসহ বিভিন্ন কাজে সহায়তা করেছে। এছাড়া বিগত সময়েও বন্যার্তদের সহযোগীতায় বিএনসিসি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন সেনা প্রধান।
এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমার শাখার চৌকষ একটি দল গার্ড অব অনার প্রদান করে । পরে সেনাপ্রধান উদ্বোধনী ফলক উন্মোচন ও বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপন করেন। এসময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টারে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।