কুমিল্লায় মাছ বিক্রির কথা বলে মনির হোসেন নামের এক ব্যবসায়িকে বাসা থেকে ডেকে নিয়ে পুর্বপরিকল্পিত ভাবে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ১১ জুন মঙ্গলবার ভোরে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কোরপাই পোস্টঅফিস এলাকায় এ হত্যাকান্ড ঘটায় সন্ত্রাসীরা। নিহত ব্যবসায়ী মনির হোসেন কুমিল্লা দেবীদ্বার উপজেলার বরকামতা ইউপির ব্রাক্ষণখাড়া গ্রামের মুত আবদুল মজিদ মিয়ার ছেলে।
খবর পেয়ে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এসআই শামীম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করে।
মনিরের সাথে থাকা সাইফুল মিয়া জানায়, মাছ বিক্রি করার কথা বলে মনির হোসেনকে বাসা থেকে মোবাইলে কল দিয়ে ডেকে আনেন । সাইফুলের কথায় জানা যা্যয,। ভোর চারটার সময় সাইফুল তার নিজের মোটরসাইকেলের পিছনে মনির হোসেনকে ওঠিয়ে চান্দিনার উদ্দেশ্যে রওনা দেয়।
যাওয়ার পথে নিমসার বাজার অতিক্রম করে মহাসড়কের কোরআই পোস্টঅফিস এলাকা পৌছামাত্র একটি পিকাপ দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে চার পাচজন সন্ত্রাসী মনির হোসেনকে লোহার রড় দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা সড়কে ফেলে দ্রুত পিকাপ নিয়ে পালিয়ে যায়।
এ সময় মোটরসাইকেল চালক সাইফুল ঘটনার বিষয়ে কিছু দেখে নাই বলে জানান। ঘটনার বিষয়ে সাইফুল মিয়াকে জিঙ্গাসা করলে সে বিভিন্ন ধরনের সন্দেহজনক কথাবার্তা বলতে থাকে। সাইফুল জানায় সন্ত্রাসীরা তাকেও মারধর করে মোটরসাইকেলের চাবি নিয়ে পিকাপ নিয়ে পালিয়ে যায় বলে জানান।
নিহত মনিরের পরিবারের এক সদস্য জানন, মনিরকে পরিকল্পিত ভাবে হত্যা করে,দুর্ঘটনার নাটক বানায়, হত্যাকারীরা স্থানীয় এমপির লোকজন হওয়ায আমরা প্র্রতিবাদ ও মামলা করতে পারছি না।
এ ঘটনার বিষয়ে বুড়িচং থানার ওসি জানায়, এ বিষযে থানায কোন অভিযোগ দায়ের হয়নি।