পাবনার সাঁথিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মাধপুর হাইওয়ে পুলিশ। শুক্রবার(২২ মার্চ) ভোর ৪ টার দিকে উপজেলাধীন ঢাকা-পাবনা মহাসড়কের আমাইকোলা ফিলিং স্টেশন এলাকা থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, লাশটি পড়ে থাকতে দেখে ট্রিপল নাইন(৯৯৯) এ ফোন করে। পরে মাধপুর হাইওয়ে
পুলিশ এসে মরদেহটি ফাঁড়িতে নিয়ে যায়।
মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন,শুক্রবার ভোর ৪টার দিকে আমাইকোলা ফিলিং স্টেশন এলাকা থেকে
অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হ”েছ রাতের কোনো এক সময় গাড়ির সাথে আঘাত লেগে মহাসড়কের পাশে ছিটকে পরে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর হবে। এখনো মরদেহর পরিচয় সনাক্ত করা সম্ভব
হয়নি। চেষ্টা চলছে মরদেহর পরিচয় সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করার।
মরদেহর পরিচয় পাওয়া না গেলে পাবনা মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানায় পুলিশ।