সারাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২০ জন। সবার হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৩ অক্টোবর) অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ১২১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২০৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ৩ জন করে এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। এদের সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত মোট মৃত্যুবরণকারী ৫ হাজার ৩২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৬৭৬ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮৭ জন, রাজশাহীতে ৩৫৩ জন, খুলনায় ৪৩৬ জন, বরিশালে ১৮৮ জন, সিলেটে ২৩২ জন, রংপুরে ২৪২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১২ জন রয়েছেন।