পণ্য উৎপাদন, লাইসেন্স বিহীন, মেয়াদোত্তীর্ণ রঙ ও ফ্লেভার ব্যবহারসহ নানা অভিযোগে মেরিডিয়ান ফুড প্রোডাক্টস ও বিএসপি ফুড প্রোডাক্টসকে ৪৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৭ ও বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিস।শনিবার (৩ অক্টোবর) দুপুরে নগরের কালুরঘাট শিল্প এলাকায় এ দুটি প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন র্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ও বিএসটিআই বিভাগীয় অফিসার মো. আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম) মামুনুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, কালুরঘাটের মেরিডিয়ান ফুড প্রোডাক্টস লাইসেন্স ছাড়াই সসজাতীয় পণ্য, সফট ড্রিংকস এবং দুই ধরনের নুডলস উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করছিল।
একই সঙ্গে এসব খাদ্যপণ্যে ব্যবহার করা হচ্ছিল মেয়াদোত্তীর্ণ রঙ ও ফ্লেভার। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি পাঁচ হাজার কেজি নুডলস ধ্বংস করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, একই সময়ে কালুরঘাটের বিএসপি ফুড প্রোডাক্টসও লাইসেন্স ছাড়া ভেজিটেবল ঘি, দুই ধরনের নুডলস ও সস উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করছিল।একই সঙ্গে এসব খাদ্যপণ্যেও ব্যবহার করা হচ্ছিল মেয়াদোত্তীর্ণ রঙ ও ফ্লেভার। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি দুই হাজার কেজি ঘি ধ্বংস করা হয়।সুত্র: জাগো নিউজ