বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন ও জনবান্ধব একজন জনপ্রিয় পুলিশ কর্মকর্তা পুলিশ পরিদর্শক ফিরোজ হোসেন। তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগদান করেন।
এর আগে ফিরোজ হোসেন এসআই হিসেবে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। পরে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করে কুমিল্লা গোয়েন্দা(ডিবি)পুলিশে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
তিনি নগরীর আইন শৃংখলা রক্ষা ও পেশাগত দায়িত্ব পালনের সময় কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী জিরা সুমনকে গ্রেফতার করতে গিয়ে জিরা সুমন ও তার গ্যাং বাহিনীর হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করে রক্ষা পেয়েছেন। পরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কুমিল্লা জেলা পুলিশের ক্রমাগত অভিযানে বন্দুক যুদ্ধে জিরা সুমন নিহত হয়।
তিনি সব সময় সমাজের অসহায় নির্যাতিত মানুষের পক্ষে থেকে আইনি সেবা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ওসি হিসেবে যোগদান করায় ফিরোজ হোসেনকে নিয়ে নগরবাসীসহ কোতয়ালী থানার সাধারন মানুষ আনন্দিত।