কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বালুতুপা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভালবার, ৭ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়ার নেতৃত্বে এসআই দেলোয়োর হোসেন,এসআই বিল্লাল হোসেন,এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ উক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি জানান।
গ্রেপ্তার আসামিরা হলেন নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. রকিবের ছেলে মো. রিপন (৩২), ঠাকুরপাড়া এলাকার মো. জানে আলমের ছেলে মো. সাজ্জাদ আলম (২১), উত্তর চর্থা এলাকার কাজী আল মনসুর লিটনের ছেলে কাজী আল রাব্বী (২৯), ঠাকুপাড়া এলাকার মৃত আলী হায়দারের ছেলে মো. মোস্তফা রেজওয়ান হায়দার (২৯)।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি নাগরিক খবরকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তবর্তী বৌয়ারা এলাকা থেকে মোটরসাইকেল দিয়ে যোগে চার যুবক কুমিল্লা নগরীতে প্রবেশ করার সময় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে, একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, পাঁচ রাউন্ড গুলি, ম্যাগজিনসহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকুত আসামি রেজওয়ান হায়দারের স্বীকারক্তিতে তার ঠাকুরপাড়া বসতবাড়ি থেকে আরও সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, একটি পিস্তলের গুলির খোসা ও দুটি পিস্তলের কভার উদ্ধার করে ডিবি পুলিশ।
প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, পুলিশের কর্তকর্তা
গ্রেফতারকৃত আসামি রিপনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ তিনটি মামলা, আসামি কাজী আল রাব্বী বিরুদ্ধে একটি মামলা ছাড়া আসামি মো. মোস্তফা রেজওয়ান হায়দারের বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।