1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি’র নতুন কমিটির সভাপতি বাবর সাধারণ সম্পাদক জুয়েল ১২ বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত

অপরাধমুলক কর্মকা‌ন্ডে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি গেছে ১৫৬৬ জনের

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ বার পঠিত

বি‌ভিন্ন অপেশাদার কর্মকান্ড ও আচরণ, নৈতিক স্খলন বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২১ ও ২০২২ সালে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসারের ১৫৬৬ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া অপরাধের মাত্রা বিবেচনায় বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে ২৬১৬ জনকে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের পর তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, পুলিশের যেকোনও পর্যায়ের সদস্যদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অভিযুক্ত কর্মকর্তাকে কেবল বদলি বা বরখাস্ত করাই নয়, বরং দায় প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

যেমনটি ছাড় দেওয়া হয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মিজানুর রহমানকে। দুর্নীতির মামলা দায়েরের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়, পরবর্তীতে আদালতে যখন তার আট বছরের কারাদণ্ড হয়, এরপর তাকে চাকরিচ্যুত করা হয়।

এছাড়া, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের জবানবন্দি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। পরবর্তীতে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

এদিকে, মানবিক কাজ করে আলোচনায় আসা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের কর্ণফুলী থানার কনস্টেবল শওকত হোসেনকে গত এপ্রিলে চাকরিচ্যুত করা হয়েছে। ৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের নানা ধরনের অপেশাদার আচরণের অভিযোগে শৃঙ্খলা ভঙ্গের ৫ হাজার ৬১৫টি এবং বিভাগীয় মামলার মধ্যে ২৫৪৭টি মামলার নিষ্পত্তি হয়। সরাসরি চাকরিচ্যুত করা হয়েছে ৪০১ জনকে। চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৯৯৩ জনকে। এছাড়া অপরাধের মাত্রা বিবেচনায় ১ হাজার ১৫৩ জনকে বিভিন্ন মেয়াদে বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়েছে।

বিজিবি সদস্যদের ১৫০০টি শৃঙ্খলা ভঙ্গ ও বিভাগীয় মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১৩০৮টি অভিযোগের। চাকরিচ্যুত করা হয়েছে ৯০ জনকে, অব্যাহতি দেওয়া হয়েছে ৩৩ জনকে। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ১২৫৭ জনকে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ ও বিভাগীয় মামলার মধ্যে ৪১টি নিষ্পত্তি হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই জনকে চাকরিচ্যুত এবং ১০ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া সাত জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাবের তথ্য বলছে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সদস্যদের নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে ৩৭ জনকে। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ১৯৯ জনকে।

পুলিশ সদর দফতরের আরেক তথ্য বলছে, নৈতিক স্খলন কিংবা বাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে সাংঘর্ষিক এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে ২০২২ সালে কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার ৩৯৭ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে ৩৮২ জনকে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ১৫ জনকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশ সদস্যদের অপেশাদার আচরণ কিংবা কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগ এলেই তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। কাউকে কোনও ধরনের ছাড় দেওয়া হয় না। অভিযোগ এলে তদন্তের মাধ্যমে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আইনের মধ্যে থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনও সদস্য কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলে তাদের কোনও ছাড় দেওয়া হচ্ছে না। কারও বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্তে প্রমাণিত হলে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে।

সমাজ ও অপরাধ বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, পেশাদার বাহিনীর কোনও সদস্য অপরাধ করলে এর দায় নিতে চান না বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদিও বাহিনীতে থাকা অবস্থায় অপরাধগুলো করে যাচ্ছে কর্মচারীরা। পরবর্তীতে দেখা যায় বদলি করে দেওয়া হয়। শুধু বদলি নয়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তির আওতায় আনলে যেকোনও বাহিনীর জন্য তা সুখকর বার্তা দেবে। এসব বিষয় গুরুত্ব দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ করা উচিত। বি‌ট্রি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com