ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে স্থানীয় কৃষকদের মাঝে প্রণোদনার অংশ হিসেবে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন পলি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১৪০ জন কৃষকের মাঝে বিনামূলে ৫ কেজি মাসকলাই বীজ ও ১০ কেজি টিএসপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।