“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার উদ্যোগে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
আজ (১৮ সেপ্টেম্বর) সোমবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় সান্তাহার পৌরসভা চত্ত্বর থেকে সকল কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী এবং উপস্থিত সেবা গ্রহণকারীদের নিয়ে একটি শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দিবসটি উপলক্ষে সান্তাহার পৌরসভার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও নির্বাহী প্রকৌশলী রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর মমতাজ আলী, হাবিবুল আলম, নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, আলাউদ্দিন আলী, হুমায়ুন কবির বাদশা, আব্দুল কুদ্দুস, কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাছলিমা বেগম, মাহবুবা জামান রত্না, জাহানারা বেগম।
আলোচনা সভায় মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন পর্যায়ে আমরা আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছি এবং ভবিষ্যতে সেবার মান আরো উন্নত করতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।