বগুড়া জেলার আদমদীঘিতে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াসহ বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলমের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বাদ আছর আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম হাটখোলা চত্ত্বরে ছাতিয়ান গ্রাম ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মান্নান। আর উপস্থিত ছিলেন জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহাফুজুল হক টিকন, স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা সরফরাজ হোসেন, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম সরকার, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান লিটন, যুবদল নেতা শাহজালাল মাহমুদ চপল, মিজানুর রহমান মিজান, কারমান হোসেন, তামিম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, ফিরোজ হায়দার পিন্টু, বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাহিদ হাসান, আবিদ হোসেন, নুরুন্নবীসহ আরো অনেকে।
পরে বগুড়া জেলা বিএনপি’র নব গঠিত কমিটিতে পদ পাওয়া আদমদীঘি উপজেলার মোহাম্মদ আব্দুল মান্নান, মাহফুজুল হক টিকন ও শফিকুল ইসলাম খান লিখনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নেতা-কর্মিরা সংবর্ধনা প্রদান করে।