বগুড়া আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে একটি সোনি মেডিকেল স্টোর নামক ওষুধ ফার্মেসিতে গতকাল রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শফি মাহমুদ উজ্জল নামের এক যুবককে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।
গ্রেফতারকৃত শফি মাহমুদ উজ্জ্বল (৩৭) সোনি মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী ও আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
আদমদিঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফার্মেসি মালিক শফি মাহমুদ উজ্জ্বল আদম দীঘি সদর ইউনিয়ন পরিষদের সামনে নিজ মালিকানাধীন ফার্মেসির দোকানে দীর্ঘ দিন ধরে অন্যান্য সকল ঔষধের পাশাপাশি ব্যবস্থাপত্র ছাড়াই নেশা জাতীয় ঔষধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিক্তিতে গতককাল মঙ্গলবার রাতে অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ওই পরিমাণ ট্যাপেন্টাডলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি উজ্জ্বলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।