সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী বিশেষ অভিযানে আজ বেলা পৌনে দুই ঘটিকার সময় লাল মনি এক্সপ্রেস ট্রেন থেকে একশত বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ ইতি নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত রিতা আক্তার ইতি (৩৯) নওগাঁ জেলার সদর থানার চকদেব পাড়া এলাকার জনকল্যাণ পাড়া মহল্লার স্বপন আলীর স্ত্রী এবং রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার ইদু মন্ডলের মেয়ে। তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আগামীকাল মঙ্গল বার সকালে বগুড়া জেলা আদালতে পাঠানো হবে।
থানা সূত্রে জানা গেছে, আজ (৪ সেপ্টেম্বর) সোমবার সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে বেলা পৌনে দুই ঘটিকার সময় লাল মনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ট্রেনের ‘ঘ’ বগির সিটে বসা হতি বেগমের কাছে থাকা একটি ব্রিফকেসের মধ্যে হলুদ কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় জোড়া লাগানো একশত বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক প্রায় চার লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতি নিজেকে উদ্ধার করা ফেনসিডিলের বহন কারী হিসেবে পরিচয় দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, ইতি একজন কুক্ষাত মাদক কার বারি হিসেবে পরিচিত। নিষিদ্ধ ফেনসিডিলসহ গ্রেফতারকৃত আসামি ইতির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে আগামীকাল সকালে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হবে।