কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সদরের আমড়াতলীর জামবাড়ী এলাকা থেকে ৮২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্র জানায়, শনিবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় কোতোয়ালী মডেল থানার এসআই শেখ মফিজুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপিস্থ উত্তর জামবাড়ি খেলার মাঠের দক্ষিণ পাশে বন বিভাগের কাঠবাগানের ভেতর থেকে মোঃ রাকিব হোসেন প্রকাশ নিপুকে ৮২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
ধৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮১, তারিখ- ২৭/০৮/২০২৩; ধারা-৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।