আজ ২৫ আগষ্ট সাংবাদিক দিলীপ কুমার দাসের মাতা অনিমা রাণী দাসের প্রথম মহাপ্রয়াণ দিবস। তিনি গত ২০২২ সনের আজকের এইদিনে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ বাসায় ধরাধামের মায়া ত্যাগ করেন পরলোক গমন করেন।
তিনি দুই পুত্র এক কন্যা,নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকনের) শ্রীল শুভ স্বামী গুরু মহারাজের নিকট থেকে দীক্ষা গ্রহন করেন। প্রথম দিকে তিনি গৌরীপুর শ্রীশ্রী গোপিনাথ জিও মন্দিরের কর্ণধার বৈষ্ণব কুলের গর্ব পরম বৈষ্ণব অভিরাম দাসের সান্নিধ্য লাভ করেছিলেন। একজন সুদ্ধ ভক্ত হিসেবে তিনি সকলের হৃদয়ে স্থান পেয়েছিলেন এবং ভক্ত হৃদয় জয় ও হরিকথা শ্রবণসহ নিষ্কাম কর্ম করে গেছেন। তিনি ছিলেন স্বর্গীয় রামচরন দাসের সহধর্মিণী ও সাংবাদিক দিলীপ কুমার দাসের গর্ভ ধারিনী মাতৃদেবী।
তার প্রথম মহাপ্রয়াণ দিবসে ইসকন ভক্ত, গৌরীপুর শ্রীশ্রী রাধা গোপিনাথ জিউ মন্দিরের পরম বৈষ্ণব ভক্তবৃন্দ, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস ও বাংলাদেশ রবিদাস ফোরাম গৌরীপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও অনিমা রাণী দাসের জৈষ্ঠ পূত্র সাংবাদিক দিলীপ কুমার দাস তার আত্মার ঊর্ধ্বগতি ও ভগবতধাম লাভের জন্য পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানিয়েছেন।
তিথী অনুযায়ী অনিমা রাণী দাসের প্রথম মহাপ্রয়াণ দিবস অনুষ্ঠান পালনের সময় ধার্য করা হবে।