স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের আস্থা নিয়ে সফলভাবে এটিএন নিউজ এগিয়ে চলেছে। দর্শকদের অভিপ্রায় অনুযায়ী সার্বক্ষণিক আপডেটেড সংবাদ পরিবেশনের মাধ্যমে আস্থার জায়গা দখল করে নিয়েছে বিশেষায়িত এই চ্যানেল।
রাজধানীর কাওরান বাজারস্থ হাসান প্লাজায় এটিএন নিউজ টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘এগিয়ে চলার ১৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেক কেটে চ্যানেলটির ১৩তম বর্ষপূর্তির উদ্বোধন করেন স্পিকার। এ সময় ফুল দিয়ে এটিএন নিউজের কর্ণধার মাহফুজুর রহমানকে শুভেচ্ছা জানান তিনি। এটিএন নিউজের পক্ষ থেকে মাহফুজুর রহমান স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘চব্বিশ ঘণ্টা সংবাদ পরিবেশনায় এটিএন নিউজ এক অনন্য দৃষ্টান্ত।
তিনি বলেন, ‘সংবাদ পরিবেশনার পাইওনিয়ার হিসেবে এটিএন নিউজ যাত্রা শুরু করে। সংবাদ মাধ্যম একটি শক্তিশালী মাধ্যম, জনমত গঠনেও গণমাধ্যম ভূমিকা রাখে। খবর প্রকাশের পূর্বে সচেতন থাকা প্রয়োজন। যা এটিএন নিউজ প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পালন করে চলেছে। তাই দর্শকদেরও তাদের প্রতি একটা আস্থা তৈরি হয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মো. মোতাহার হাসান, হাসান আহমেদ কিরন (উপদেষ্টা বার্তা) এটিএন বাংলা, বার্তা প্রধান প্রভাষ আমিন, তাসিক আহমেদ অ্যাডভাইজর (প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সমিশন), নাসের আহমেদ (পরিচালক), নওয়াজেশ আলী খান (উপদেষ্টা)সহ প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।