বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিরাশি পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আজ (৩ জুন) শনিবার তাদের বিরুদ্ধে আদম দীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো সান্তাহার পৌর সভার অধিনস্ত আট নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত মালশন গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম টুকু (৫৪) ও তার স্ত্রী শাহানাজ বেগম (৪০)
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে দশ ঘটিকার সময় মালশন মোড়ে দুই ব্যক্তি মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী উভয়কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিল্লুর রহমান বলেন, গতকাল রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেফতারকৃত অভিযুক্ত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ে করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।