পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের বনগ্রাম নামক স্থানে ট্রাক চাপায় প্রাণ গেল পাবনার সুজানগর উপজলার খয়রান গ্রামের শফিকুল আলম (৪২) নামে সিএনজি চালকের। শুক্রবার(২জুন) রাতে বনগ্রাম বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হাসন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাতে পাবনা থেকে সিএনজি গ্যাস ভর্তি দ্রুতগামী ট্রাক আসার পথে বনগ্রাম বাজারে দ্রুতগামী ট্রাক চাপায় ঘটনাস্থলই সিএনজি চালক শফিকুল নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্ররণ করেছে।ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।