রংপুরের আক্কেলপুর এলাকার অটোরিকশার পার্টস ব্যবসায়ী মো. মনিরুজ্জামান মানিক (৪৩) হত্যাকাণ্ডের মূল আসামি মো. মমিনুর রহমান মমিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্য দিয়ে ২৫ দিনের মাথায় ক্লু-লেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। মূলত টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় তাজহাটের আক্কেলপুর এলাকা থেকে মমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মমিন হরিরামপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। শনিবার (২৭ মে) এসব তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি হোসেন আলী।
গত ১ মে রাত ১০টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মানিক। পরদিন বাড়ির অদূরে একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তাজহাট থানায় হত্যা মামলা করেন।
ওসি হোসেন আলী বলেন, ‘ক্লু-লেস হত্যা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মূল আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন মমিন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। ২৫ দিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছি আমরা।’
মমিনের স্বীকারোক্তির বরাত দিয়ে ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদে মমিন জানান ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে মানিককে আক্কেলপুর স্কুল মাঠে ডাকেন। সেখানে ধারের পাঁচ হাজার টাকা ফেরত চান। এ সময় মানিক জানান স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার ধার নিয়েছেন, সেটি গত ঈদে খরচ হয়ে গেছে। এখন তার কাছে টাকা নেই জানিয়ে আরও পাঁচ হাজার টাকা ধার চান। ২ মে তার স্ত্রী লোন তুললে পরিশোধ করে দেবেন। এ নিয়ে তাদের কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে মমিনের অণ্ডকোষ চেপে ধরলে সুতলি দিয়ে মানিকের গলা পেঁচিয়ে ধরেন। এরপর শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন।’
হত্যায় ব্যবহৃত সুতলি উদ্ধার করেছি জানিয়ে ওসি হোসেন আলী আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন মমিন।’