কুমিল্লায় আন্ত:জেলা মোটর সাইকেল চোরচক্রের একজন সক্রিয় সদস্যকে চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সুত্র জানায়, ২৩ মে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ টার সময় কোতয়ালী থানার দক্ষিণ জামবাড়ীর বাসিন্দা জনৈক মোঃ মোহন মিয়া (৫৫), এর একটি ১০০সিসি হিরো হোন্ডা যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-হ-৩০-৪০৯৪, কোতয়ালী থানাধীন রাজগঞ্জ এলাকায় রাস্তার পাশে রেখে খাবার নেওয়ার জন্য বেকারীতে প্রবেশ করে।
এ সুযোগে আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য আসামী মো: আবু সিদ্দিক(৪০), পিতা-চাঁন মিয়া, সাং-কোলাগাঁও, পো: চরকানাই, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম উক্ত হোন্ডার লক ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় রাজগঞ্জ মোড়ে জ্যামের মধ্যে আটকে পড়ায় কোতয়ালী থানা পুলিশের ডিউটিরত এসআই খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ দৌড়ে হোন্ডাসহ আসামীকে আটক করেন।
আসামীর বিরুদ্ধে নোয়াখালী এবং ফেনীতে পূর্বের ০২ টি চুরির মামলা আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃত ঘ আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।