আজ ১৭ই মে দেশের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা ব্রাকের দুইটি কর্মসূচি ব্র্যাক মাইগ্রেশন ও স্কিল ডেভেলপমেন্টের যৌথ প্রজেক্ট ফিউচার মেকার এর বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে পুণএকত্রিকরণ ও সহায়তা প্রদান কর্মশালা এসডিপি জেলা ব্যবস্থাপক মাহেরা সোহেলীর সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজা মতিন উপজেলা নির্বাহী অফিসার লাকসাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানসী পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপন্যাস চন্দ্র দাস, সমাজ সেবা কর্মকর্তা, মোঃ আবুল কালাম ম্যানেজার প্রবাসী কল্যাণ ব্যাংক লাকসাম, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান অধ্যক্ষ- কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মোঃ শফিকুর রহমান সহকারী পরিচালক কুমিল্লা, সুলতান মাহমুদ টিপু আরএম ব্রাক মাইক্রোফাইন্যান্স প্রগতিসহ অন্যান্য ব্রাকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জিয়াউদ্দিন ব্ল্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর কুমিল্লা, প্রজেক্ট প্রেজেন্টেশন করেন জেরিন তাসনিম ডিপুটি ম্যানেজার ব্রাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি। অনুষ্ঠানে বিদেশফেরতদের মধ্যে ব্র্যাকের সহায়তাপ্রাপ্ত সফল উদ্যোক্তা শাহাবুদ্দিন সুমন, তাসলিমা আক্তার ও আয়েশা আক্তার ব্রাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে কিভাবে তারা সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হয়েছেন সেই গল্প শোনান। উপস্থিত সকলের তাদের সফলতার গল্প শুনে অভিনন্দন জানান এবং অনুপ্রাণিত হন। প্রশ্নোত্তর পর্ব শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন বলেন- ব্রাক শুরু থেকে জনকল্যাণমূলক দক্ষতা উন্নয়নমূলক, দেশের আর্থসামাজিক উন্নয়নে, বেকার পুরুষ মহিলাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। এছাড়াও বিদেশ ফেরত ও অভিবাসীদের প্রশিক্ষণ আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সফলতার সহিত কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় লাকসামে বিদেশ ফেরৎ ভাগ্যাহত অসহায়দের নিয়ে এমন প্রজেক্টের জন্য তিনি ব্র্যাককে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, মানবকল্যাণমূলক বিভিন্ন কাজে ব্রাকের বিভিন্ন কর্মসূচি সুনামের সাথে কাজ করে যাচ্ছে সরকারের পাশাপাশি। আজ অভিবাসী ও বিদেশ ফেরত ব্যক্তিদের আর্থিক সহায়তা দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারার নিজেকে ভাগ্যবান বলেছেন। বক্তাদের বক্তব্যানুযায়ী- ব্রাক এ পর্যন্ত লাকসাম উপজেলায় বিদেশ ফেরত ৭৫ জন ব্যক্তিকে উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান করে। এর মধ্যে ৪০ জন ব্যক্তিকে উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে সফল করার জন্য পর্যায়ক্রমে আর্থিক সহায়তা প্রদান করে। আজ কর্মশালায়ও দুই উদ্যোক্তাকে লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।