1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শনিবার, ২৮ জুন ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

আদমদীঘিতে হারানো মোবাইল উদ্ধার

আবু বকর সি‌দ্দিক বক্কর:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘিতে গত কয়েক মাস ধরে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ।

উদ্ধারের পর মোবাইল ফোন গুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন আদমদীঘি থানার উপ-পরিদর্শক জনাব নাজমুল হক মৃধা।

আজ (৭ মে) রবিবার সকালে তিনি থানা চত্বরে সিহাব ও মামুন নামের দুই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে উদ্ধারকৃত দুটি মোবাইল ফোন ফিরিয়ে দিয়েছেন। এমন কাজে তাঁকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক নাজমুল হক মৃধা বলেন, গত কয়েক মাস ধরে অত্র থানাধীন এলাকায় বেশ কিছু ব্যক্তির বিভিন্ন জায়গায় মোবাইল ফোন হারিয়ে যায়। পরে ওই ফোনের মালিকরা থানায় এসে সাধারণ ডায়েরী করেন। এরপর তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ওই ফোন গুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। এ পর্যন্ত ৮২ টি মোবাইল ফোন উদ্ধার করে তিনি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন। তিনি আরো বলেন, মোবাইল হারানোর এমন অভিযোগ আসলে অতিব গুরুত্ব সহকারে দেখে ফোন উদ্ধারে তৎপর হয়ে ব্যবস্থা গ্রহণ করে থাকি।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে সিহাব ও মামুন বলেন, আমরা ধরেই নিয়েছিলাম ফোন আর পাবোনা। এতোদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে ভীষণ ভালো লাগছে। আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি থানার ওসি স্যার এবং উপ-পরিদর্শক নাজমুল স্যারকে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, শুধু মোবাইল নয় যে কোনো প্রকার অভিযোগ নিষ্পত্তির জন্য আমরা সর্বদা আন্তরিকতার সাথে ব্যবস্থা গ্রহণ করে থাকি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com