শিফন
আমি তোমাকে যতটা অগভীর ভাবছি,
তুমি ততই ম্লান হচ্ছো
একটু গভীর ভাবতে চাই
তোমার প্রজ্ঞায় বুক ভরাতে চাই
শেষ যাত্রার আগে নয়নে নয়ন রাখতে চাই
তোমার তৃষ্ণার ঠোঁটে
আক্ষেপের ফোঁটা হতে চাই।
মজে থাকতে চাই অহর্নিশ।
আজ কাক ফাটা রোদ্দুরে আরো তেজ চাই
দিনের আলোর বাড়াবাড়িতে
তোমার শিফনের ভিতরের রূপ দেখতে চাই।
মহিবুবুল হক ছোটন
সহকারি অধ্যাপক , কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ