“এসো হে বৈশাখ এসো এসো” এমন ধ্বনি আর আনন্দ, হাসি, গানে মুখরিত হয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর ১৪৩০ কে বরণ করে নেওয়ায় অনুষ্ঠানের আয়োজন করেছে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসন।
আজ (১৪ এপ্রিল) শুক্রবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ১৪৩০ বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ায় আয়োজন করা হয়েছে। আদমদীঘি উপজেলা প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের পাদ দেশ থেকে আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মুনজু আরা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ, সাংবাদিকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উক্ত মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।