বগুড়া জেলার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার চিহ্নিত আসামী তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের একটি এলাকা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা।
গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম (৪৮) উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক কাওছার আলী জানান, ২২ মার্চ বুধবার রাতে উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ছেলে আমিরুল সরদার ওরফে আমিনুর খুন হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় নিহতের বোন আফরোজা বেগম বাদী হয়ে শাহীন, তৌহিদুল সহ ৩৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে মঙ্গলবার (এপ্রিল ১১) সকালে নারায়ণগঞ্জ শহরের একটি এলাকা থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত ৬ বছর আগে যুবদল থেকে নশরতপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে যোগদান করেন শাহীন। এরপর থেকে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজি, ব্যবসায়ীদের জিম্মি করে টাকা আদায়, গ্রাম্য শালিস, জমি কেনাবেচাসহ বিভিন্ন রকম অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। এ ব্যাপারে একাধিক অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
সম্প্রতি এক জমি কেনাবেচা নিয়ে দালালি হিসাবে ২ লাখ টাকা পান শাহীন ও তার দল। বুধবার রাতে ওই টাকার ভাগাভাগির ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধ ভাবে আমিরুল সরদার ওরফে আমিনুরকে মারপিট করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়।