কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত ১৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের আবু তাহের মজুমদারের ছেলে রাসেল মাহমুদ মজুমদার টিটু, উজিরপুর ইউনিয়নের সুয়ারখিল গ্রামের উজির আলীর ছেলে আক্তার হোসেন, উজিরপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ছিদ্দিকুর রহমান, ছিদ্দিকুর রহমানের স্ত্রী আছমা বেগম ও ছেলে মো: হোসেন, শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের আবুল হাশেমের ছেলে মনির হোসেন, ঘোলাপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের দলিলুর রহমানের ছেলে ইব্রাহীম খলিল, চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের সৈয়দুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম দুলাল, সাঙ্গিশ্বর গ্রামের নুরুল আমিনের ছেলে মো: রিপন, একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো: মুরাদ হোসেন, গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মনির হোসেন ও আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের নুরুল হকের ছেলে রিদোয়ান প্রকাশ হৃদয় ও বিজয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ও সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদেরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।