পাবনার সাঁথিয়া উপজলার প্রবীণ রাজনীতিবিদ মোজাম্মেল হক খান (৭৯) শুক্রবার (২০ জানুয়ারী) বিকল ৪টায় ঢাকা শ্যামলী সেন্ট্রাল ইটারন্যাশনাল মেডিকল কলজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকোল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি উপজেলার বিলমহিষারচর গ্রামরে মরহুম মল্লিক খাঁনের ছেলে । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি এবং পাবনা জেলা আ’লীগের সদস্য ছিলেন। মরহুম মোজাম্মেল হক খান সাহেব অনেক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান, গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ।
তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন। তাঁর মত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা ও সাঁথিয়া উপজেলা আ’লীগ, পৌর আ’লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাঁথিয়া প্রেসক্লাব এবং সাঁথিয়া ফাউন্ডেশন। শনিবার সকাল ১১টায় উপজেলার গৌরীগ্রাম মাদরাসা মাঠে জানাযা নামাজ শেষে গোরীগ্রাম কবরস্থানে তাঁকে দাফন করা হবে।