জামালপুরের সদর উপজেলায় হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর মধ্যপাড়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮) ও একই উপজেলার মৃত সবুজ মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫)।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকপাড়া এলাকা অভিযান চালিয়ে দুই কারবারিকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে হেরোইন, নগদ টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়। জব্দ হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা।
আটকদের জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা আশিক উজ্জামান।