1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় বিদ্যালয়ে প্রবেশ ক‌রে শিক্ষকদের মারপিট, আহত-৪

পাবনা সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় উপজলার বনগ্রামে সমশের আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রবেশ ক‌রে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয় শিক্ষকদর মারপিট ও গালাগাল করার অভিযাগ পাওয়া গে‌ছে।

এসময় হামলাকারিরা শিক্ষার্থীদর ভয়ভীতি ও প্রাণনাশর হুমকিসহ অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে। তারা শিক্ষকদের কিছু সময় অবরুদ্ধ কর রাখে ।

হামলায় শি‌ক্ষিকা খাদিজা খাতুন(৩০), মুনি খাতুন(২৫),‌শিক্ষক আবু আল সাইদ (৩৫), হারুন অর রশিদস আহত হয়। আহত খাদিজা খাতুন ও মুনি খাতুনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ে‌ছে। বাকি দু’জনক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছে‌ড়ে দেওয়া হয়। এ ঘটনার খবর পে‌য়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে শিক্ষক‌দের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রন ক‌রে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানর পরিচালক হারুন অর রশিদ বাদী হয় ৭ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে অজ্ঞাত আরও ১০- ১১জনকে আসামী করে আতাইকুলা থানায় একটি লিখিত অভি‌যোগ দায়ের করে।

থানায় লিখিত অভিযোগ সুত্র থে‌কে জানা যায়, গতকাল রোববার ১লা জানুয়ারী বই উৎসব কার্যক্রম চলা অবস্থায় বামনডাঙ্গা গ্রামর আব্দুল জলিল, নিশান আলী, ইসহাক আলী, ইমরুল আলী, পার্শ্ববর্তী রসুলপুর গ্রামর আব্দুল লতিফ, জাকির হাসন, মনজল হাসনসহ অজ্ঞাত আরও ১০/১১ জন লাক জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশ ক‌রে শিক্ষক‌দের মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় প্রতিবাদ কর‌লে শিক্ষক, পরিচালক, সাংবাদিকসহ সবাইক অবরুদ্ধ করে রা‌খে। আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থল থে‌কে তাদের ক‌রে। পরবর্তী‌তে র‍্যাব-১২্ে‌রে এক‌টি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান জানান, খবর পে‌য়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছিলাম। তা‌দের জমির মালিকানা নির্ণয় সমস্যা রয়েছ। অভিযো‌গের ভি‌ত্তি‌তে দোষী‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com