1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে খ্রিষ্টান ধর্মের বড়দিন

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৬৫ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। রবিবার সকাল ৯টা থেকে সব বয়সের খ্রিস্টান ধর্মাবলম্বীরা নগরীর ভাটিকাশর ক্যাথেড্রাল গীর্জা হাউসে একত্রিত হয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেয়।

যীশু খ্রিস্টের সকল ভক্তসহ তার অনুসারীরা নতুন পোষাক পড়ে প্রার্থনায় অংশ নিয়েছেন এ গীর্জায়। শেষ হয় সকাল ১১ টায়।

দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা পরিচালনা করেন বৃহত্তর ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি। প্রার্থনায় ময়মনসিংহে বসবাসরত বিদেশী নাগরিকরাও অংশগ্রহন করেন। পরে সকলে কুশল বিনিময় করেন। এ উপলক্ষে জেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিভিন্ন চার্চে বিরাজ করছে সাজ সাজ রব। ধর্মীয় আচার মেনে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা ও আনন্দে কাটিয়েছেন দিনটি। নগরীর ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক চার্চগুলোতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। প্রার্থনা, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছেন ভক্তরা।

খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর এ ধরায় আগমন ঘটেছিল। বাংলাদেশের খ্রিস্ট ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। এদিকে, উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করার লক্ষ্যে ময়মনসিংহ মহানগরসহ জেলাজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপাসনালয়গুলোর চারপাশে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com