সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর সভা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক,সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ভাবে কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল ৩১বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পক অর্পণ, র্যালী কুজকাওয়াজ, চিত্রাংকন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। ভোরে স্মৃতি সৌধে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের নেতৃত্বে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন।
দিবসটি পালন উপলক্ষে রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
মুক্তিযোদ্ধা সংসদঃ মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুল লতিফের নেতৃত্বে র্যালী বের করে। সকালে শহিদব্যাধীতে পুষ্পমাল্য অর্পণ করেন। সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে উন্নত খাবার পরিবেশন ও উপহার প্রদান।
উপজেলা আ’লীগঃ উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খানের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন উপজলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আ”লীগের সম্পাদক তপন হায়দার সান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল, সম্পাদক মিজানুর রহমান উকিল প্রমুখ
উপজেলা বিএনপির উদ্যোগে র্যালী শেষে দলীয় কার্যালয়ে খায়রুন্নাহার মিরু ও রইজ উদ্দিনের নেতৃত্বে শহিদব্যাধীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
উপজেলা ও পৌর জাতীয় পার্টিঃ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরদার শাজাহান এর নির্দেশনায় র্যালী শেষে পুষ্পমাল্য দেওয়ার পর এক পথসভায় বক্তব্য দেন সাঁথিয়া জাতীয় পার্টিরনেতা মীর্জা আঃ আলীম চাঁদ, তসলিম উদ্দিন দুলাল, রফিকুল ইসলাম, যুব নেতা আসাদুল হক, সরদার কামরুজ্জামান নাহিদ।