কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকা হতে ৯৯০ বোতল ফেন্সিডিল, ১৩ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০২ নভেম্বর ২০২২ইং তারিখ ভোরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৯০ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার জোলাই সুধর্ণপুর গ্রামের মৃত আবুল মিয়া এর ছেলে মোঃ মাইনুদ্দিন (২৩)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০২ নভেম্বর ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা
জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদ’সহ ০২ জন মাদক
ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রামরাই গ্রামের মৃত বাবুল মিয়া
এর ছেলে মোঃ আমির হোসেন আকাশ (১৯); এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তারাশাইল দৌলতপুর গ্রামের মোঃ শাহজাহান এর ছেলে মোঃ
ইউসুফ (২৫)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।