ডেপুটি স্পীকার শামসুল হক টুকু বলেছেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেট ও ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে।
রবিবার বিকেলে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মিয়াপুর স্কুল এন্ড কলেজ মাঠে বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত কৃষক বিনোদন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, মেয়র মাহবুবুল আলম বাচ্চু,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শীলা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসান আলি খাঁন ও রবিউল করিম, স্থানীয় ইউপি চেয়াম্যান মনসুর আলম পিন্চু সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, কলাগাছে উঠাসহ বেশ কিছু খেলার আয়োজন করে এতে প্রান্তিক কৃষক অংশগ্রহণ করে আনন্দিত হয়।