ঢাকার ওয়ারী থেকে এ ওয়ান হেলথ কেয়ার’ এবং ‘এ ওয়ান বাজার লিমিটেড’ নামে অনুমোদনবিহীন এবং ভুয়া মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির সাত কর্মকর্তাকে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব সুত্রে জানায়: ৭ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এই অভিযান পরিচালনা করেন।
র্যাব-৩ জানায়, ওই কোম্পানিটির ডাইরেক্টর নিয়োগ দেওয়ার নাম করে এবং ‘লবঙ্গ-টি’ নামক বিএসটিআই অনুমোদনবিহীন নিম্নমানের একটি পণ্য বাজারজাতকরণের জন্য জেলা, উপজেলায় ডিলার ও সেলসম্যান নিয়োগের নামে প্রায় ৪০ হাজার গ্রাহকের কাছ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ইত্তেফাক ভবনের ৫ম তলার ওই অফিস থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিপুল পরিমাণ তথ্যপ্রমাণাদিসহ কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল ইসলাম, পরিচালক (অর্থ) ফেরদৌস খান, পরিচালক (প্রশাসন) রেজাউল করিম মিন্টু, পরিচালক (মানবসম্পদ) আবুল কালাম আজাদ, পরিচালক আসাদুল্যাহ দেওয়ান, পরিচালক আব্দুস ছাত্তার ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।