Aজামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ায় বাট্টাজোড় ইউনিয়নের ফেন্সি এন্টারপ্রাইজের মালিক মোঃ ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেন্সি এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিল করা হয়েছে বলে সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।
জানা গেছে, গত ১১সেপ্টেম্বর রবিবার খাদ্য বান্ধব কর্মসূচির ভোক্তভোগীরা চাল কম দেওয়ার অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে। গত ১২সেপ্টেম্বর সোমবারে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত “ডিলারের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ” এ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে (ইউএনও) চাল কম দেওয়ার অভিযোগে তদন্ত করেন। তদন্তে চাল কম দেওয়ার সত্যতা পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা সাংবাদিকদের বলেন,’ খাদ্য বান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগে সত্যতা প্রমাণিত হওয়ায় ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এমন কাজ করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।