পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম. শাহজাদা সাজু গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন।
উলানিয়া বন্দর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে মন্দিরে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেন এবং মন্দিরের সার্বিক উন্নয়নের দায়িত্ব নেন। সন্ধ্যা ৬. ২৫ মিনিট
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সাংসদ সদস্য এস.এম. শাহজাদা সাজু রতনদীতালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম,আজিজুর রহমান বাবলু ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ কাওসার আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান শাকিল খান, উলানিয়া বন্দর বনিক সমিতির সভাপতি, জাহাঙ্গীর পারভেজ,উলানিয়া বন্দর বনিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ মশিউর রহমান বুলবুল,উলানিয়া বন্দর বনিক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী নিপুল চন্দ্র দাস,উলানিয়া বন্দর বনিক সমিতির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন জিকু,আরো উপস্থিত ছিলেন নাজমুল হোসেন মোল্লা,মোঃ মাঈনুল ইসলাম তালুকদার,মোঃ জামাল চৌধুরী সহো গলাচিপা উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মী এবং উলানিয়া বন্দর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি শ্রীঃ সুনিল দেবনাথ, সাধারণ সম্পাদক সুমন দাস এবং মন্দির কমিটির আরো অন্য অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময়এমপি শাহজাদা সাজু বলেন আগামী ১বছরের মধ্যে উলানিয়া বন্দর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ৪হাজার স্কোয়ার ফুটের ছাঁদ সহ মন্দিরের সকল কাজ সম্পন্ন করা হবে।
তিনি সকলের কাছে,প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান,এবং উপস্থিত সকলের সুস্থ্য কামনা করেন।