জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) রাতে ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের দাম বাড়ানোর কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ খবরে কুামল্লা মহানগরীতে পেট্রল পাম্পগুলোতে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়েছে।
দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬, পেট্রলে ৪৪ টাকা।দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনতে হবে।
আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।
শুক্রবার রাত ১২টার পর এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে এ খুচরা মূল্য বহাল থাকবে।
তৈলের দাম বৃদ্ধির সময় সীমা আজ রাত বারটার পর কার্যকর হওয়ার ঘোষণা শুনে কুমিল্লা মহানগরীর নুরুল হুদা পাম্প, হাকিম এন্ড সন্স,শরীফ ট্রেডাস, টমছমব্রীজ পেট্রল পাম্প গুলোতে মোটরসাইকেল ,প্রাইভেটকারসহ আরোও কয়েকটি যানবাহন পেট্রল পাম্প গুলোতে লম্বা সারি দেখা গিয়েছে। সবাই তৈল নিতে পাম্পগুলো হুড়াহুড়ি সৃষ্টি হয়ে সড়কে যানজটের সৃষ্টি হয়।