1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

কু‌মিল্লায় সাড়ে ৯ কো‌টি টাকার মাদক ধবংস

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৬৭ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে কুমিল্লা ও ফেনী অঞ্চল থেকে আটক প্রায় সাড়ে ৯ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার সকাল ১০ টায় কুমিল্লা কোটবাড়ি ১০ বিজিবির সেক্টরে এই মাদক দ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন ১০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন, সিটি মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান চৌধুরী।

প্রধান অতিথি সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, দেশের তারুণদের ধ্বংসের জন্য মাদক দায়ী। বিজিবি শুধু সীমান্তই পাহাড়া

দেয় না, মাদকদ্রব্য আটকেও বেশ সফল। তাদের এই কাজের জন্য সাধুবাদ জানাই। মাদক যেন দেশে বিশেষ করে কুমিল্লায় প্রবেশ করতে না পারে সে ব্যাপারে অবশ্যই আগের চেয়ে ভবিষ্যতে আরো বেশি তৎপর থাকবে বিজিবির জোয়ানরা এই প্রত্যাশা থাকবে।

অনুষ্ঠানে ১০ বিজিবি কমান্ডার লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক বলেন, গত বছর ১ জুলাই কুমিল্লা ও ফেনী সীমান্তবর্তী এলাকা হতে ২০ হাজার ৮৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩০ লাখ ১০ হাজার ১০৫ কেজি গাঁজা , ৩২ হাজার ৯০২ বোতল বিদেশী মদ, ২ হাজার ১৭৭ বোতল বিয়ার, ৪ হাজার ১৮৪ বোতল ইস্কাপ সিরাপ, ১০ হাজার ২৮২ পিস ইয়াবা ট্যাবলেট, ১লাখ ৫১ হাজার ২৬০ পিস টার্গেট ও সেনেগ্রা ট্যাবলেট এবং ১ লাখ ৮২ হাজার ৫২৫ পিস বিভিন্ন প্রকার অবৈধ ট্যাবলেট। যার বাজার মূল্য নয় কোটি পয়তাল্লিশ লাখ একাশি হাজার চারশত সাইত্রিশ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com