পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন বলেছেন, অপরাধ প্রবণতা রোধে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমন উন্নতি হবে তেমনি থানায় না গিয়েই স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দাইল এলাকায় অবস্থিত জেলার তৃতীয় নতুন পুলিশ তদন্ত কেন্দ্রে ও পাঁচবিবি থানার সব জায়গায় বসানো সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
ডিআইজি আব্দুল বাতেন আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে নিরাপত্তা ব্যবস্থার আওতায় সিসি টিভি বসানো হলেও দেশে এই প্রথম জয়পুরহাটের পাঁচবিবি থানায় নিরাপত্তামূলক সিসিটিভি বসানো হলো। দেশের সীমান্তবর্তী এ উপজেলা এরই মধ্যে সিসি ক্যামেরার আওতায় আসায় মাদক ও মানবপাচার, চোরাকারবারি, খুন, ছিনতাই, চাঁদাবাজি বিভিন্ন অপরাধ কমেছে। এটি সফল হলে দেশব্যাপী একটি দৃষ্টান্ত হতে পারে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনিরুল শহীদ মন্ডল, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন।